নিজস্ব প্রতিনিধি- ১৯শে এপ্রিলঃ জলপাইগুড়ি মার্চেন্ট রোডে বাপ্পা ঘোষ নামে এক আইনজীবির দাদাগিরির প্রতিবাদে স্থানীয় ব্যবসায়িরা প্রতিবাদ জানিয়ে সোমবার সকালে পথ অবরোধ করলে কালো পোষাক পরা একদল আইনজীবি ও কতিপয় দুষ্কৃতি আচমকা অবোরোধকাররিদের উপর চড়াও হলে সমাজ পাড়া মোড় ও মার্চেন্ট রোড রণক্ষেত্রের চেহারা নেয় এবং পুলিশ প্রশাসন স্বভাবগতঃ ভাবে নিরপেক্ষ ভূমিকা পালন না করে আইনিজীবিদের পক্ষ নেয় এবং চিরাচরিত ধারায় সাধারন মানুষকে হেনস্থা, ও ৫ জন ব্যবসায়িকে non-bailable ধারায় হাজতে পোড়া হয়।

ঘটনাটির সূত্রপাত কি নিয়ে তা একটু দেখা যাক...............
গত রবিবার রাতে মার্চেন্ট রোড সংলগ্ন নবাববাড়ি পাড়ার এক নাবালক ছাত্রকে বাপ্পা ঘোষ নামে এক আইনজীবি কোনো যথাযথ কারণ ছাড়াই মারধর করছে দেখে জনৈক কিছু ব্যবসায়ি বাধাদেয় তখন সেই মদ্যপ্প আইনজীবি তাদেরকেও মারধর করে। এই ঘটনার পর মার্চেন্ট রোডের ব্যবসায়িরা থানায় এফ আই আর করে এবং ১২ ঘন্টার মধ্যে ঐ আইনজীবিকে গ্রেপ্তার করার অনুরোধ জানান। কিন্তু এই ব্যপারে প্রশাসন কোনোরকম ভূমিকা গ্রহন না কারায় ব্যবসায়িরা সোমবার সকালেপথ অবোরোধ শুরু করে এবং ২৪ ঘন্টার ব্যবসা বন্ধের ডাক দেয়।







অচল জলপাইগুড়ির ব্যাস্ত মারচেন্ট রোড, সোমবার, বেলা ১১টা

1 comments to জলপাইগুড়ি বার এসোসিয়েশনের দাদাগিরিতে জনতার বিক্ষোভে রণক্ষেত্রের চেহারা নিল মার্চেন্ট রোড...নির্বিকার প্রশাসন

  1. says:

    Anirban shame on such a lame administration

Post a Comment