জলপাইগুরি শহরে ব্যাবসা লাগাতার ৩ দিন বন্ধ

সংবাদ দ্বাতা উওরবঙ্গ থেকে On Wednesday, April 21, 2010 0 comments
বিস্তারিত খবর
SHAME ON THE UNHOLY NEXUS BETWEEN ADMINISTRATION, LAW AND POLITICS..
নিজস্ব প্রতিনিধিঃ আজ নিয়ে জলপাইগুড়ি মার্চেন্ট রোডে ব্যাবসায়িদের ধর্মঘট লাগাতার ৩ দিন ধরে চলছে। রোবার রাতের ঘটনার দরুন যে ৫ জন ব্যাবসায়িদের গেরেপ্তার করা হয়েছিল, গতকাল তাদের ১৪ দিনের জন্য জেল হেফাজতে পাঠানো হয়েছে। (রবিবারের খবরের জন্য এখানে ক্লিক করুন।) জলপাইগুড়ি কোন রাজনৈতিক দলই পরযাপ্ত স্বার্থের অভাবে ব্যাবসায়িদের পাশে দাড়াতে এগিয়ে আশেনি। জনৈক সব রাজনৈতিক দলেগুলির...


এমন পঙ্গু ভুমিকার জন্য অবশ্য জলপাইগুড়ির বার এসোসিএশনের প্রধান সিদ্ধান্তদ্বাতা, ক্রিমিনাল লইয়ার গৌতম দাসের খমতার বাহবা না করলেই নয়।

জনৈক আইনজীবি বাপ্পা ঘোষ যে রবিবার রাতে গন্ডোগোলের মুল নায়াক তিনি ক্রিমিনাল লইয়ার গৌতম দাসের খুব কাছের লোক। প্রশাসন, পুলিশ, রাজনইতিক নেতাদের, পর্দার আড়ালে যোগ শাজগ হয়ে সাধারণ মানুশকে হেনস্বথার এমন প্রত্যখ প্রমান আমরা যেমন আগেও পেয়েছি, আবার হয়ত বহুবার পাব।
ফাকা জলপাইগুড়ি জেলা দায়রা আদালত চত্তর, সোমবার, সকাল ১০টা।

0 comments to জলপাইগুরি শহরে ব্যাবসা লাগাতার ৩ দিন বন্ধ

Post a Comment